ক্লাউড সফটওয়্যার ও সলিউশন দিতে যাত্রা শুরু করল ডেস্কএরা

দেশ,প্রযুক্তি খবর,সফটওয়্যার
ক্লাউড সফটওয়্যার ও সলিউশন দিতে যাত্রা শুরু করল ডেস্কএরা
Table of Contents

বাংলাদেশের ছোট ও মাঝারি ব্যসায়িদের জন্য বিশ্বমানের ক্লাউড সফটওয়্যার ও সলিউশন দিতে যাত্রা শুরু করছে ‘ডেস্কএরা’। খুবই উন্নতমানের সফটওয়্যার ও সলিউশন নিয়ে কাজ কাজ করতে চায় প্রতিষ্ঠানটি। বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করে এবার এদেশে কার্যক্রম পরিচালনা করবে ডেস্কএরা। এ কোম্পানিকে দেশে নিয়ে আসছে সেবা টেকনোলজিস লিমিটেড। শুরুতে ডেস্কএরা এ কোম্পানির সাথে অংশীদারিত্বের কাজ করবে।  এটি সেবা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।

বাংলাদেশের বাজারে অনেক বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে ডেস্কএরা সিইও শশাঙ্ক দীক্ষিত বলেন, এ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ডিজিটালাইজেশনে অনেক এগিযে যাচ্ছে। তাই এ দেশে আমরা বিনিযোগ করতে চাই। আমাদের এ বর্ধিত বিনিয়োগ এ অঞ্চলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। তিনি বলেন, একটি কোম্পানির চাহিদা মতো কমপ্লিট সফওয়্যার সলিউশন প্রধান করে ডেস্কএরা। আমাদের লক্ষ্য সাশ্রয়ী দামে বিশ্ব মানের সকল ছোট-মাঝারি কোম্পানির সব ধরনের সফটওয়্যার সলিউশন দেওয়া। কাস্টমারকে সন্তুষ্ট রাখতে সকল ধরনের সেবাও দেওয়া হয়। ডেস্কএরা’র গ্লোবাল হেড চ্যানেল, অ্যালায়েন্স হেমান্ত দওত্রিয়া বলেন, সাম্প্রতিক জরিপে দেখা গেছে  বাংলাদেশে অর্থনীতিক প্রবৃদ্ধি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আমি মনে করি আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্ব শক্তিশালী ২৮টি দেশের মধ্যে বাংলাদেশেও থাকবে। আমরাও এ সফলতার সাথে শামিল হতে চাই।  হেমান্ত বলেন, আমাদের স্থানীয় পার্টনার সেবা টেকনোলজি লিমিটেড সরকারের ডিজিটাল বাংলাদেশে গড়ার ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। আমরাও অঙ্গীকার করছি বিশ্বমানের সফটওয়্যার ও সলিউশন সেবা দিয়ে এ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবো।

ডেস্কএরা সর্বদাই ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এই ছোট উদ্যোক্তারা বাংলাদেশের পজিটিভ প্রভাব ফেলতে সাহায্য করে। আর এসব উদ্যোক্তারাই একটি দেশের অর্থনৈতিক মেরুদন্ড।  আন্তর্জাতিক মানি ফান্ড  (আই এমএফ)’র ২০১২ সালের প্রতিবেদন অনুয়ায়ী, ৯৯ শতাংশ বেসরকারি প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ নিয়েই তাদের ব্যবসাকে প্রতিষ্ঠিত করেছে এবং তারাই ৭০-৮০ শতাংশ বেকার জনগোষ্ঠীর চাকরীর সুযোগ তৈরী করেছে।

সেবা টেকনোলজিস এর সিইও সৈয়দ রাজু আহমেদ বলেন, অনেক দক্ষতা ও কোয়ালিটি মেইনটেইন করে বিশ্বমানের সফটওয়্যার সলিউশন সেবা দিয়ে থাকে ডেস্কএরা। এ দেশেও এ ধরনের কোম্পানির খুব প্রয়োজন। আমাদের পথচালায় ডেস্কএরাকে পাশে পেয়ে অনেক আনন্দিত। যৌথ উদ্যোগে আমরাও এগিয়ে যাবো।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশকে আরো এগিয়ে নিতে সেবা টেকনোলজিস লিমিটেডও পাশে থাকবে। আমরাও দেশকে ডিজিটালাইজেশনে অবদার রাখছি। এবার আরও একধাপ এগিয়ে যাবে। একত্রে এই উদ্যোগকে এগিয় নিয়ে যাবো। বিশ্বায়নের প্রতিযোগিতায় লড়বো। আর ডিজিটালাইজেশনের ফলে বাংলাদেশের জিডিপি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আর এদেশের জনগণ খুব দ্রুতই নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নিতে পারে।  গত আট বছরে ডেস্কএরা বিশ্বব্যাপী ক্লাউড বেজড সফটওয়্যার সেবা প্রদার করে আসছে।  প্রায় ৩ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে এবং প্রায় ৮০ হাজার ব্যবহারকারী ডেস্কএরার ইআরপি সফটওয়্যার ব্যবহার করছে। এ কোম্পানিটি গতবছরে তথ্যপ্রযুক্তিতে বিভিন্ন অবদানের জন্য পুরস্কৃত হয়েছে। আবিষ্কার এবং প্রযুক্তিতে আয়ের শীর্ষে থাকার কারণে এশিয়া এন্টারপ্রাইজ ব্রান্ড  অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত করা হয়।

Posted by

Share

Having more than six years of experience in this field has helped me test and discover the best strategies to follow online so a business can efficiently boost its online presence and brand awareness/identity. I am passionate about crafting impactful experiences and digital marketing strategies at the intersection of brand and product. It doesn’t matter if you have a newly created business or a well-established one; I will be your GPS and will guide you on the road to your Online Marketing success! Contact me today, and let’s increase your business’ credibility!

Leave a Reply