করোনার এই পরিস্থিততে ট্র্যাডিশনাল ব্যবসায়ীরা বুঝেছেন অনলাইনে আসলে তাদের বিক্রি হবে এবং তারা ইতিমধ্যে ফলাফলও পেয়েছে। এই মুহূর্তে যদি নিজের ব্যবসাকে অনলাইনে না আনেন তবে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বেন দ্রুতই।
আপনাদের কিছু টাস্ক লিস্ট দেই, এগুলো করেন সবাই। যার যেটা করা নাই প্লিজ করে ফেলেন, নইলে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বেন। আপনারা যারা সিরিয়াস হবেন না, তারা লুজার হবেন। আপনার লক্ষ্য যদি সিরিয়াস হয়, তবে লেগে পড়ুন।
☑ টাস্কগুলো হচ্ছেঃ
✅ নিজের বিজনেস/ব্র্যান্ডের লোগো না থাকলে দ্রুতই করে ফেলুন। এটা আপনার জন্য সবচেয়ে ফরজ কাজ।
✅ ফেসবুক পেজে সাজিয়ে ফেলুন দ্রুত, ফেসবুকের সব ফিচার নিয়ে কাজ করতে পারলে আপনি দ্রুতই কাস্টমার পাবেন।
✅ অ্যাডভান্স করুণ বিজনেসকেঃ – এবারে ইকমার্স ওয়েবসাইট করার জন্য নিজেকে প্রস্তুত করুণ, কেনও ওয়েবসাইট করবেন, লাভ কি ওয়েবসাইট করলে, সেটা আমার ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে পোস্টগুলো খুঁজে নিয়ে পড়ুন, তাহলেই বুঝবেন।
✅ যাদের নাই তারা ব্র্যান্ডের নামে ফেসবুক গ্রুপ তৈরি করেন, পেজকে গ্রুরুপের সাথে কানেক্ট করুণ এবং পেজের প্রোফাইল থেকেই পোস্ট করুণ। এতে আপনার পেজে অরগানিক লাইক আসবে।
✅ পেজ এবং গ্রুপের জন্য এ্যাক্ট্রাক্টিভ ব্যানার ইউজ করুণ। সাদামাটা কিছু দিয়ে কাস্টমারকে কনভিন্স করতে পারবেন না।
✅ আপনার প্রোডাক্টের জন্য টেক্সটচুয়াল এবং ভিডিও কনটেন্ট/
রিভিউ তৈরি করুণ, এটা সবচেয়ে কাজে দিবে।
অনেক কথা বললাম, আপনারা কে কোনটা করবেন আপনাদের ইচ্ছা। তবে, আমি সর্বাত্মক চেষ্ঠা করছি নিজের কাজের পাশাপাশি আপনাদের জন্যও কাজ করতে। বাকিটা আপনাদের অ্যাক্টিভিটির ওপর নির্ভর করবে।
Coderscrown কি?
coderscrown আইটি বেইজড কোম্পানি। এখানে আমরা কোম্পানি ব্র্যান্ডিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডেভলপমেন্ট এবং মার্কেটিং এর কাজ করে থাকি।আমার ব্লগের পাঠকদের জন্য 10% লাইফটাইম ডিসকাউন্ট থাকবে সকল সার্ভিসের উপর।