মাইক্রোসফটের পার্টনারদের উপস্থিতিতে সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মাইক্রোসফট ফিনান্সিয়াল ইয়ার ২০১৮’ অনুষ্ঠান। মাইক্রোসফটের ২০১৮ সালের আর্থিক বছরে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেরা পারফরম্যান্সের জন্য উক্ত অনুষ্ঠানে সেরা ডিস্ট্রিবিউটর পুরস্কার পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। মাইক্রোসফট সাউথ ইস্ট এশিয়ার জেনারেল ম্যানেজার সুক হুন চিয়াহ স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম এর হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, ভুটান, কম্বোডিয়া, ব্রুনেই, লাওস, মালদ্বীপ, মায়ানমার, নেপাল এবং শ্রীলংকান পরিবেশকদের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। উক্ত স্বীকৃতির জন্য বাংলাদেশে স্মার্ট টেকনোলজিসের সকল মাইক্রোসফট পার্টনারকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব সফটওয়্যার বিজনেস মিরসাদ হোসেন।