অনেকে ঘরে বসে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, সঠিক রিসোর্স না পাওয়ার জন্য হয়তো শিখতে পারেন না, মূলত যারা ঘরে বসে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাদের জন্যই এই আর্টিকেল। কারণ এই পোস্ট আপনি সফল ভাবে পড়তে পারলে আপনাকে আর গ্রাফিক্স ডিজাইনিং শিখতে কোন কোর্স করা লাগবে না। এই পোস্টে আমি গ্রাফিক্স ডিজাইন শিখার এ টু যেড প্রসেস আপনাকে বলে দিবো।
আচ্ছা চলেন শুরু করি! শুরুতেই জানি গ্রাফিক্স ডিজাইন কী?
গ্রাফিক শব্দটির অর্থ ড্রইং বা রেখা। গ্রাফিক শব্দটি সেই সব চিত্রগুলোকে বুঝায় যে চিত্রগুলোর সফল পরিসমাপ্তি ড্রইং এর উপর নির্ভরশীল। গ্রাফিক শব্দটি আলাদা ভাবে বোঝার পর বুঝতে হবে ডিজাইন শব্দটির অর্থ। ডিজাইন শব্দটির অর্থ পরিকল্পনা বা নকশা।
আপনি কেনো গ্রাফিক্স ডিজাইনার হবেন?
বর্তমানে ফ্রিল্যান্সিং বেশিরভাগ সেক্টরে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা প্রচুর। কারণটা আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন।
আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে যান তাহলে আপনি অনলাইন বা অফলাইন দুই যায়গায় কাজ করতে পারবেন।
এইবার আসি কীভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবেন?
গ্রাফিক্স ডিজাইনের অনেক সেক্টর আছে। আপনি গ্রাফিক্স ডিজাইনার হবার আগে ঠিক করে নিবেন আপনি কী নিয়ে কাজ করবেন।
হতে পারে আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন, না হয় লগো ব্যানার পোস্টার ইত্যাদি অথবা অডিও এডিটিং করলেন।
এখন চলুন যেনে নেই গ্রাফিক্স ডিজাইনাররা কী কী কাজ করে?
- লগো ডিজাইন
- ব্যানার ডিজাইন
- পোস্টার ডিজাইন
- কাভার ডিজাইন
- ফটো এডিটিং
- ভিডিও এডিটিং
- অডিও এডিটিং ইত্যাদি।
উপরে যে জিনিষ গুলোর নাম বললাম ধরে নিলাম আপনি এই গুলো শিখতে চান বা ডিজাইন করতে চান।
তাহলে সবার আগে কী করতে হবে?
সবার আগে আপনাকে জানতে এই জিনিষ গুলো কী দিয়ে বানায় বা ডিজাইন করে।
আমরা সবাই জানি গ্রাফিক্সের জন্য দুনিয়ার সেরা কোম্পানি এডোবি। তাদের সব কিছুর সফটওয়ার আছে।
যেমন লগো/ব্যানার/ ইত্যাদির জন্য ইলাস্টেটর , ফটো এডটিং এর জন্য ফটোশপ আর ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়াম প্রো আফটার ইফেক্ট।
এখন তাহলে আপনাকে কী করতে হবে?
সহজ কথা, আপনাকে এডোবির সফটওয়ার গুলোর কাজ জানতে হবে। অর্থাৎ যে জিনিষ নিয়ে কাজ করতে চান সেই সফটওয়ারের কাজ জানতে হবে।
এখন আমি আপনাকে এডোবির সফটওয়ার গুলোর ডাউনলোড লিংক দিবো সেই সাথে কোথা থেকে শিখবেন সেটা ও বলে দিবো।
১)adobe photoshop
আপনি যদি একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে সবার আগে ফটোশপ শিখুন।
তাই প্রথমেই Photoshop cc 2020 download করে ফেলুন
link::: https://drive.google.com/file/d/1wDgLEXc1x_QINA1dh9UfR50RjbINeiTJ/view?google_abuse=GOOGLE_ABUSE_EXEMPTION=ID=5c06abc2232
এখন আসি কোথা থেকে শিখবেন
বাংলা ভাষাতে ফটোশপ শিখতে ( graphics school ) এর প্লেলিস্টি ফলো করুন
::: https://youtube.com/playlist?list=PLfTy62yEipgjZljIRqShHWY6R1pMkzchw
এছাড়াও আপানারা ( gfx mentor) এর ভিডিও গুলি দেখতে পারেন আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে ভয় নেই এটা হিন্দি ভাষায় খুব সহজেই বুঝানো হয়েছে একবার করেই দেখুন না
::: https://youtube.com/playlist?list=PLW-zSkCnZ-gA5Jn6gZtUa6-aG0OoRZyb6
য
দি আপনার পেছনে থাকে ফটোশপে মাস্টার হওয়ার তাহলে অবশ্যই ( piximperfect ) এর দুটি প্লেলিস্ট আপনাকে শেষ করতে হবে
1):: https://youtube.com/playlist?list=PLLlSBGLVsEPKMMjf6kneVdIBZddBJQ2Q-
2):: https://youtube.com/playlist?list=PLLlSBGLVsEPLMV2Az1Y9fD8_Z8GUoXf6u
আমার মতে উপরের সব ভিডিও দেখলে আপনি মাস্টার হয়ে যাবেন তবুও সকল মনে করেন নাহ আমি অনলাইনে আপডেট কিছু দেখে শিখবো তাহলে এই কোর্সটি দেখতে পারেনঃ
https://edu.gcfglobal.org/en/photoshopbasics/
সেই সাথে এডোবির অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেনঃ https://helpx.adobe.com/photoshop/tutorials.html
2)adobe illustrator
তারপর শিখার ইলাস্টেটর পালা ।
চোখ বুজে illustrator software টি ডাউনলোড করে ফেলুন
::
https://drive.google.com/file/d/1at_GFe6vSAZlybeYq5jlJzt298g983k9/view
বাংলাতে এডোবি ইলাস্টেটর শিখতে আবারো ( graphics school ) এর প্লেলিস্টটি দেখা শুরু করে দিন।
https://www.youtube.com/watch?v=IJoCTVLAv38…
অথবা ( gfx mentor ) এর ভিডিও গুলি দেখতে পারেন নতুনদের জন্য পারফেক্ট
::
https://youtube.com/playlist?list=PLW-zSkCnZ-gCq0DjkzY-YapCBEk0lA6lR
তারপর এডভান্স শিখতে https://www.udemy.com/topic/adobe-illustrator/free/ এখান থেকে যে কোন কোর্স দেখতে পারেন।
3) Adobe premium Pro
এবার প্রিমিয়ার প্রো ২০২০ টি ডাউনলোড করে ফেলুন ::
https://drive.google.com/drive/mobile/folders/1nQWPCWBcsYq32yXeV9ot96o8x59eooV0?usp=sharing