সফটওয়্যার নির্মাতা এডোব নতুন একটি অ্যাপ বাজারে নিয়ে এসেছে। এই অ্যাপের নাম প্রিমিয়ার ক্লিপ অ্যাপ। এর সাহায্যে ব্যবহার কারীরা ভিডিও এডিট করতে পারবে।
আগে এরকম এক টিঅ্যাপ আইওএস ব্যবহার কারীদের জন্য চালুছিল। তবে এবার এই অ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালুকরা হয়।
এই অ্যাপের সাহায্যে লাইটিং অ্যাডজাস্ট করা যাবে, বিভিন্ন স্থিরচিত্র সংযুক্ত করা যাবে। এছাড়াও এর সাহায্যে ব্যাক গ্রাউন্ড মিউজিক সংযুক্ত করা যাবে।
এই অ্যাপটি প্রফেশনাল এডিটরদের জন্য প্রযোজ্য হবেনা।এটা দিয়ে শুধু প্রাথমিক কাজ সম্পাদন করা যাবে।
সূত্র: টাইমসঅবইন্ডিয়া